নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক হাজার ইয়াবাসহ তানভীর হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার মধুপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানভীর হোসেন মধুপুর এলাকার আলতাবুর রহমানের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ডিবি পুলিশের সূত্র জানায়, তানভীর হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (পূর্ব) উপপরিদর্শক (এসআই) তোফায়েল ইসলামের নেতৃত্বে গতকাল রাতে অভিযান পরিচালিত হয়। এ সময় এক হাজার ইয়াবা বড়িসহ তানভীরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই তোফায়েল ইসলাম বাদী হয়ে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ডিবির (পূর্ব) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তানভীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।