Thank you for trying Sticky AMP!!

ফেনীর সোনাগাজীতে জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল প্রতীকের সমর্থনে যৌথ মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ফেনী-২ আসনের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গতকালসন্ধ্যায় পৌরশহরের একটি গণমিলনায়তনে

এখন মনে করতে হবে লাঙ্গল মানে নৌকা: নিজাম হাজারী

জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে নৌকার প্রার্থীকে প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির প্রার্থীকে এ আসনটি (ফেনী-৩) ছেড়ে দিয়েছেন। এখন আমাদের মনে করতে হবে লাঙ্গল মানে নৌকা। শান্তি ও উন্নয়ন চাইলে অতীতের ভেদাভেদ ভুলে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরের একটি গণমিলনায়তনে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় এসব কথা বলেন নিজাম উদ্দিন হাজারী। এ সময় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার দলীয় সিদ্ধান্তের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালের নির্বাচনেও এ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘২০১৪ সালে আমরা নৌকা না পেয়ে একজনকে আওয়ামী লীগের লোক মনে করে (রহিম উল্লাহ) দিবারাত পরিশ্রম করে সংসদ সদস্য নির্বাচিত করেছিলাম। তিনি আওয়ামী লীগের কার্যালয়ে গুলি করে দলের নেতা-কর্মীদের আহত করেছেন। সে রক্তের দাগ আজও শুকায়নি। তাঁর কারণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার দলমত-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে হবে।’

২০১৪ সালে রহিম উল্লাহ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁর পক্ষে ছিলেন। এবারও তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।

ফেনীর সোনাগাজীতে লাঙ্গল প্রতীকের সমর্থনে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যায়

নিজাম উদ্দিন হাজারী আরও বলেন, ‘গত নির্বাচনে আমরা যেভাবে ভোট দিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে নির্বাচিত করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। মাসুদ উদ্দিন চৌধুরী শান্তি ও উন্নয়নের পক্ষে ছিলেন। ভবিষ্যতেও তিনি থাকবেন। তিনি নির্বাচিত হলে শেখ হাসিনা সরকার নির্বাচিত হবে। আমরা সবাই সুখে-শান্তিতে বাস করতে পারব। তবে নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজুল কবির, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে অতীতের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে জনগণের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।