শরীয়তপুরে জমিজমার বিরোধে চাচাতো ভাইদের হামলায় সাংবাদিক ও তাঁর স্ত্রী আহত

শরীয়তপুর জেলার মানচিত্র
শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একজন সাংবাদিক ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দশমনতার গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক ও তাঁর স্ত্রীকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মারধরের শিকার রাজিব হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও দৈনিক খবরের কাগজ পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি। তাঁর স্ত্রী সোনিয়া ঢাকার একটি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক।

জমিজমা নিয়ে বিরোধের জেরে ওই সাংবাদিকের চাচাতো ভাইয়েরা সোমবার বিকেলে তাঁদের ওপর হামলা করেন বলে মামলায় অভিযোগ করেছেন তিনি। মামলায় রাজিব হোসেনের চাচা ইসহাক আকন, চাচি সেলিনা বেগম, চাচাতো ভাই আলমগীর হোসেন, আলমগীরের স্ত্রী শান্তা আক্তার, আরেক চাচাতো ভাই বোরহান উদ্দিন, চাচাতো বোন লিপি আক্তারকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে রাজিব হোসেন বলেছেন, বাড়ির কিছু জমি নিয়ে চাচাতো ভাই আলমগীরের সঙ্গে তাঁর পরিবারের বিরোধ চলছিল। কয়েক দিন ধরে রাজিবের স্ত্রী সোনিয়াকে বিরক্ত করছিলেন আলমগীর। এমন আচরণের বিষয়ে রাজিব গতকাল আলমগীরকে জিজ্ঞেস করেন। তখন আলমগীর পরিবারের সদস্যদের নিয়ে রাজিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতেই রাজিব বাদী হয়ে ডামুড্যা থানায় মামলাটি করেন।
সাংবাদিক রাজিব হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যস্ততার কারণে বাড়ির বাইরে থাকি। আমার স্ত্রী ঢাকায় একটি হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। আমরা কেউই বাড়িতে তেমন থাকি না। প্রয়োজনে যখনই বাড়িতে আসি, আলমগীর ও তাঁর স্ত্রী আমাদের বিভিন্নভাবে বিরক্ত করেন। কয়েক দিন ধরে তাঁরা আমার স্ত্রীকে উত্ত্যক্ত করছিলেন। আমি বিষয়টি তাঁদের জিজ্ঞেস করার পরই তাঁরা আমার ওপর হামলা করেন। স্ত্রী আমাকে উদ্ধার করতে এলে তাঁকেও মারধর করা হয়।’

ঘটনার পর অভিযুক্ত আলমগীর হোসেন ও তাঁর পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছেন। তাঁদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এক সাংবাদিক ও তাঁর স্ত্রীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।