সাজেকে আগুনে পুড়েছে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ

সাজকে আগুনে পুড়ছে রিসোর্ট–কটেজ। আজ বেলা দেড়টার দিকে
 ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা আড়াইটা পর্যন্ত ৩০টির বেশি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।

রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক শ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে যান। বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি।

ফায়ার সার্ভিসের সেবা না থাকায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না। সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে

স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, এলাকাবাসী এবং রিসোর্ট-কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩০-৩৫টি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে। হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।

আগুনে ৩০টির বেশি রিসোর্ট-কটেজে পুড়ে গেছে

একই সময়ে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ প্রথম আলোকে বলেন, ‘আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশ কিছু রিসোর্ট-কটেজ এরই মধ্যে পুড়ে গেছে।’ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ঘটনাস্থলে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দল রওনা দিয়েছে।