
ঢাকার সাভারে তৈরি পোশাকের একটি কারখানায় ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় নিটিং সেকশন এবং ওই সেকশনের গুদামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা সুতাসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।
কারখানার কর্মকর্তারা জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে ১৫–১৬ সদস্যের ডাকাত দল কারখানার মূল ভবনের পেছনের দিকের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। সেখানে একটি টিনের শেডে নিটিং সেকশনে কাজ করা দুজন অপারেটরকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে তারা। এ ছাড়া দায়িত্বপালনরত দুজন নিরাপত্তারক্ষীকেও বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর নিটিং সেকশন থেকে দুটি কম্পিউটার লুট করা হয়। এরপর নিটিং সেকশনের গুদাম থেকে ১০ টন ফেব্রিক, ৫ টন সুতাসহ আনুমানিক এক কোটি টাকার মালামাল লুট করে দুটি ট্রাকে তুলে নিয়ে চলে যায় ডাকাতেরা।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাত দলে ১৫-১৬ জন সদস্য ছিল। তাদের সঙ্গে দুটি পিস্তল ও রামদা ছিল। মুখে মাস্ক থাকলেও তারা গুদামের কাপড় দিয়ে পুরো মুখমণ্ডল ঢেকে নিয়েছিল। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।