বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে যুবকের লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল তার কাটার সরঞ্জাম

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে লোকমান হোসেন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা–পুলিশ। আজ শুক্রবার দুপুরে বদরগঞ্জ পৌরসভার বিলপাড়া এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা–পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লোকমানের লাশটি পড়ে ছিল ধানখেতের ভেতরে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে। লাশের পাশে বৈদ্যুতিক তার কাটার প্লায়ার্স ও একাধিক রডের টুকরা পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, ওই স্থানে খুঁটির ওপরে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান জানান, লাশটি ধানখেত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন। বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তাঁর নামে পার্বতীপুর থানায় তিনটি চুরির মামলা রয়েছে। নিহত লোকমানের হাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে যে ধানখেতে খুঁটিতে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।