মামলা
মামলা

ছেলের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগে মায়ের মামলা

ঝালকাঠিতে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন অশীতিপর এক মা। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউনুস মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ মামলা করেন তাঁর মা আমিরুল নেছা।

আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগটি আমলে নিয়ে ইউনুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ইউনুস ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের বাসিন্দা এবং এলজিইডির গাড়িচালক।

অভিযোগে সূত্রে জানা গেছে, তিন বছর আগে জমি বিক্রি করে প্রায় তিন লাখ টাকা ছোট ছেলে ইউনুছ মোল্লার কাছে জমা রাখেন আমিরুল নেছা। ১২ জুন চিকিৎসার জন্য এসব টাকা চাইতে গেলে তাঁর ওপর ক্ষিপ্ত হন ইউনুস। একপর্যায়ে তাঁকে লাথি মারেন ছেলে ইউনুস। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জেলা আদালতের বারান্দায় নিজেকে ১১০ বছর বয়সী দাবি করে আমিরুল নেছা বলেন, ইউনুস ওই টাকা না দিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি ডান পায়ে ব্যথা পান। কিন্তু এরপরও তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন ইউনুস। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউনুস বলেন, ‘আমি মাকে মারধর করিনি। যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, তাঁকে মারব কেন। আমার অন্য ভাইয়েরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ সোলায়মান বলেন, ‘আদালত আমিরুল নেছার অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমরা আশা করছি, ন্যায়বিচার পাব।’