চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সকালে প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে
চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সকালে প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে

কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ: নুরুল হক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গণ-অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এ সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা।

নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগ আমল থেকে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন–সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল এক, ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের পতনের পর আমরা আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য-আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আমরা তো বলিনি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব।’

বিভিন্ন সময় অন্যরা ভুল বয়ান তৈরি করছেন উল্লেখ করে নুরুল হক বলেন, ‘হয়তো আমাদের অনেক বক্তব্য বিএনপির পক্ষে গেছে, জামায়াতের পক্ষে গেছে, চরমোনাইয়ের পক্ষে গেছে। সে ক্ষেত্রে অনেকে হয়তো মনে করেছেন, আমাদের সঙ্গে বোধ হয় বিএনপির জোট হয়েছে, সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন তাঁদের সঙ্গে জোট হয়ে গেছে।’

আনুপাতিক হারে নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে আমরা মতামত দিয়েছিলাম। অনেকে বলছে, এটা রাজনৈতিক জটিলতা তৈরির জন্য কিংবা নির্বাচন পেছানোর জন্য। তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই অবস্থান ছিল দলের ঘোষণার সময় থেকে। সে সময় থেকে বলেছিলাম, গণপ্রতিনিধিত্বশীল সংসদের জন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ আমরা দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও আনুপাতিক হারে নির্বাচন চাই।’