ফেনী সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে জেলার ছাগলনাইয়ার সীমান্ত দিয়ে তাঁদের ঠেলে পাঠানো হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. আলতাফ (৩৯), তাঁর স্ত্রী মোমিনা বেগম (৩২); মো. আমিনুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী উর্মি বেগম (২৯); মোমিনুল হক (৩৫), তাঁর স্ত্রী শেফালী বেগম (৩০) এবং ইশরাক হোসেন (৪০)। বাকি ছয়জন শিশু।
বিজিবি জানায়, ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪টি পরিবারের ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আটক ব্যক্তিদের বরাতে বিজিবির কর্মকর্তারা বলেন, ওই ১৩ বাংলাদেশিকে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়। পরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে প্রত্যেকের হাত ও চোখের বাঁধন খুলে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা ১৩ জনকে স্থানীয় মটুয়া প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। তাঁদের খাবারসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
বিজিবি–৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে ঠেলে পাঠানোর ঘটনায় বিএসএফের সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারকে মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছেন বিজিবির কোম্পানি কমান্ডার। এ বিষয়ে প্রতিবাদলিপি পাঠানোর বিষয়টিও প্রক্রিয়াধীন।