জামালপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশুর লাশ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের সেকের চর গ্রামে দশানী নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।

নিহত শিশুর নাম মিম আক্তার (৮)। সে ওই ইউনিয়নের সেকের চর গ্রামের মিস্টার আলীর মেয়ে। গরমের কারণে গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গিয়েছিল সে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে মিম আক্তার প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে দশানী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। রাতে খোঁজাখুঁজি বন্ধ থাকার পর আজ সকালে আবার শুরু হয়। একপর্যায়ে আজ সকাল ১০টার দিকে তার লাশ নদীতে ভেসে ওঠে।