লাশ
লাশ

রাতে বন্য হাতি ঢুকে পড়ে ঘরে, পায়ের নিচে পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ছাইরাখালী এলাকায় সংরক্ষিত বনে ছাপরা তুলে স্বামী ও চার সন্তান নিয়ে থাকতেন গৃহবধূ ইসমত আরা (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি বন্য হাতি তাঁদের ঘরে ঢুকে পড়ে। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান ইসমত।

স্থানীয় লোকজন বলেন, ইসমত আরা ও মোহাম্মদ আলমগীর দম্পতির ঘরটি চারপাশে পলিথিন ও কাপড় দিয়ে ঘেরা ছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি বন্য হাতি ঘরে ঢুকে যায়। ঘটনাস্থলেই ইসমত মারা যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বনের জায়গায় অনেক আগে থেকে বসবাস করে আসছিল পরিবারটি। আশপাশে তেমন আর কোনো বসতি নেই।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আকিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, নিহতের পরিবারকে ১০ হাজার টাকা, দুটি কম্বল ও জরুরি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।