ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ড্রেজার দিয়ে পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এসেছে রাইফেলের বুলেট। শনিবার বুলেটগুলো উদ্ধার করে পুলিশ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ড্রেজার দিয়ে পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এসেছে রাইফেলের বুলেট। শনিবার বুলেটগুলো উদ্ধার করে পুলিশ

ময়মনসিংহে ড্রেজার দিয়ে মাটি খুঁড়তে বেরিয়ে এল রাইফেলের বুলেট

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর খনন করতে গিয়ে বেশ কিছু রাইফেলের বুলেট পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় আজ দুপুরে ৬০টি বুলেট উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তাঁর ভাইদের ৭৫ শতক জমিতে পুকুর খননের জন্য ড্রেজার দিয়ে মাটি তোলা হচ্ছে। বৃহস্পতিবার মাটি সরানোর সময় সাত-আট ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওই দিন শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে গেলে শুক্রবার আর কাজ হয়নি। কিন্তু কিছু শিশু শুক্রবার সেখান থেকে মাটি খুঁড়ে বুলেট বের করে। বুলেটগুলো শিশুরা তাদের বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। শনিবার বেলা একটার দিকে বুলেটের খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ৬০টি বুলেট উদ্ধার করা হয়। তবে বুলেটগুলো কারা, কেন রেখেছিল, তা জানতে পারেনি পুলিশ।

গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার বলেন, ড্রেজার বসিয়ে পুকুর খনন করে মাটি সরাচ্ছিলেন শ্রমিকেরা। ওই অবস্থায় বুলেট পাওয়া যায়। কিন্তু বিষয়টি আজ সকালে জানতে পেরে পুলিশকে জানানো হয়। বুলেটগুলো বেশ পুরোনো। স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য জানা যাবে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০টি রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে।