
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ চেয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এর কিছুক্ষণ পরই সড়কে অবরোধ করেন তাঁরা।
বেলা পৌনে দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করেছেন কিছু শিক্ষার্থী। এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শিক্ষার্থীদের আরেকটি অংশ শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।
বোর্ডের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাঁদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছেন তাঁরা।
ঘটনাস্থলে থাকা ওমর গণি এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়হান বলেন, শিক্ষা উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে। এমন মর্মান্তিক ঘটনার পরও শিক্ষাসচিব পরীক্ষা নেওয়ার চিন্তা করেছেন। তিনি শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা ভাবেননি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কোনো দাবিদাওয়া আমার কাছে দেয়নি। আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম, তারা কোনো কথা বলতে চায়নি।’