Thank you for trying Sticky AMP!!

সংসদ সদস্য হতে চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন তারিকুল

পদত্যাগপত্রে স্বাক্ষর করছেন তারিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যানের দপ্তরে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তারিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেছেন, সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে প্রার্থিতার কারণে তিনি পদত্যাগ করছেন।

পদত্যাগপত্র দেওয়ার পর মুঠোফোনে তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে আছি, মানুষের জন্য কাজ করছি। ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান হয়েছি। রাজনীতির পুরোটা সময় এলাকার মানুষের জন্য দিয়েছি। দলীয় মনোনয়ন চেয়েছিলাম পাইনি। যেহেতু স্বতন্ত্র প্রার্থী হতে কোনো বাধা নেই, তাই ভোটারদের ভালোবাসা নিয়ে নির্বাচনে প্রার্থিতার সিদ্ধান্ত নিয়েছি।’ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আজকের মধ্যেই মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান তিনি।

খানসামা ও চিরিরবন্দর উপজেলা নিয়ে দিনাজপুর-৪ আসন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী টানা তৃতীয়বারের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। গতকাল বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, সাবেক হুইপ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়। এ ছাড়া মহাজোট (এনপিপি) থেকে আজিজা সুলতানা ও ফয়জুর রহমান, জাতীয় পার্টি থেকে মোনাজাত চৌধুরীও মনোনয়নপত্র নিয়েছেন।

তারিকুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদে টানা পাঁচবারের (১৯৯৪-২০১৯) চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালে প্রথমবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি। বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য পদে আছেন।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক বলেন, তারিকুল ইসলাম চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন। সরকারের প্রতিনিধি হিসেবে পদত্যাগপত্রটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।