পটুয়াখালী জেলার মানচিত্র
পটুয়াখালী জেলার মানচিত্র

কলাপাড়ার শ্রমিক দল নেতা সোহেল দেওয়ানকে দল থেকে বহিষ্কার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল দেওয়ানকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রমিক দলের প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে সোহেল দেওয়ানকে বহিষ্কার করা হলো।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোহেল কয়েক দিন আগে কলাপাড়া পৌর শহরে একটি খাসজমি দখল করে স্থাপনা তোলার কাজ শুরু করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের কারাদণ্ড দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেককে লক্ষ্য করে হুমকি দেন সোহেল। পরে তিনি জেল থেকে বের হয়ে আবার একই জায়গায় মুরগি বিক্রির জন্য অস্থায়ী দোকান বসান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ আছে।

কলাপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী হারুন বলেন, সোহেল দেওয়ান বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এসব কাজে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় শ্রমিক দলের প্রাথমিক সদস্যসহ সাংগঠনিক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।