
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের দরজা থেকে ছিটকে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে পদ্মা সেতু উত্তর থানা–সংলগ্ন পদ্মা সেতুর ওজন স্কেলে প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহকারীর নাম তাহসিন মাহমুদ (২৫)। তিনি ঢাকার দোহার উপজেলার মকসুদপুর এলাকার ফিরুজ আলমের ছেলে। তাহসিন ঢাকা-ভাঙ্গা রুটের গাঙচিল পরিবহনের চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাঙচিল পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ঘনকুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে সামান্য দূরের গাড়িও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাহসিন বাসটির দরজায় ছিলেন। বাসটি পদ্মা সেতুর ওজন স্কেলের সামনে এলে তাহসিন বাস থেকে ছিটকে পড়েন। এ সময় বাসটির চাকা তাঁর শরীরের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যাই। হাসাড়া হাইওয়ে থানাকে অবহিত করি। ঘটনার ব্যাপারে যতটুকু জেনেছি, এটি গাঙচিল পরিবহনের নিচে পড়ে হতে পারে, আবার গাড়ি থেকে ছিটকে পড়ার কারণে অন্য গাড়ির চাপায়ও হতে পারে। এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা নেবে।’