জামালপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। বৃহস্পতিবার রাতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কামালখানহাট এলাকার বাসিন্দা ও অটোরিকশার চালক আবদুর রাজ্জাক (৪৫), জামতলী এলাকার জাহাঙ্গীর আলম (৩৮), জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকার আবদুল করিম (৪২), সরিষাবাড়ী উপজেলার মহাদান এলাকার মো. এনাম ফকির (২৭) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার আরিফুল ইসলাম (৩৮)। গুরুতর আহত ব্যক্তির নাম আমজাদ ফকির। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ যাত্রী নিয়ে চালক আবদুর রাজ্জাক সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুর শহরে আসছিলেন। রাত সাতটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। দুর্ঘটনা ঘটিয়ে দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যায়। দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি সড়কের পাশে রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।