কুষ্টিয়া জেলার মানচিত্র
কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ যুবক, গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে আবদুল হামিদ (৪০) নামের এক যুবক আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের দারোগার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৌলতপুর থানায় এ নিয়ে মামলা হয়েছে।

আজ সকাল সাড়ে আটটার দিকে দারোগার মোড় এলাকায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালাচ্ছিল। আহত হামিদ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তিনি শঙ্কামুক্ত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, আজ সকালে পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে একটি দল দারোগার মোড়ে মাদক উদ্ধারের অভিযান চালায়। মাদক ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এ সময় ফিলিপনগর মাঠপাড়ার হাফিজুর সর্দারের ছেলে রাখি (৩৫), বৈরাগীর চরের মিঠু লাল (৩২) ও ককিল তারাগদিয়ার ছেলে নুরুজ্জামান গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের গুলিতে অধিদপ্তরের সোর্স আবদুল হামিদ গুলিবিদ্ধ হন। নুরুজ্জামানকে আটক করা হয়।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার প্রথম আলোকে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে বিষয়টি দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হামিদ নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।