Thank you for trying Sticky AMP!!

ট্রেন লাইনচ্যুত

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার রাত সোয়া ৯টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর আশরাফ বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনমাস্টার (বুকিং) রেজাউল করিম বলেন, লাইনচ্যুত হওয়া বগি স্থানীয়ভাবে লাইনে তোলার চেষ্টা চলছে। এ ছাড়া ঢাকা ও ঈশ্বরদীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই লাইনচ্যুতির কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

Also Read: কুমিল্লায় বগি লাইনচ্যুতির ১৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক