পুলিশের হাতে আটক মাহবুবুর রহমান
পুলিশের হাতে আটক মাহবুবুর রহমান

গ্রাহকের টাকা আত্মসাৎ: মাদারগঞ্জের সমবায় সমিতির এক পরিচালক আটক

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির নামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এক পরিচালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মাহবুবুর রহমান (৬২)। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোরায়। তবে তিনি দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ উপজেলায় বসবাস করেন। তিনি ‘আল আকাবা সমবায় সমিতির’ পরিচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় এলাকায় সমিতির গ্রাহকেরা তাঁকে আটক করে পুলিশকে খবর পাঠান। পরে সদর থানার পুলিশ সেখানে গিয়ে তাঁকে আটক করে। রাতেই মাদারগঞ্জ থানার পুলিশ তাঁকে নিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, সমিতির ওই পরিচালকের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাঁর নামে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে।