পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে প্রশিক্ষণ অবস্থায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মোতালেব হোসেন (৩১)। আজ বুধবার সকাল ৬টার দিকে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে।
ট্রেনিং সেন্টারটিতে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন। সম্প্রতি ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে খাগড়াছড়িতে আসেন তিনি।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে পিটি (শারীরিক প্রশিক্ষণ) করার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন মোতালেব হোসেন। এরপর তাঁকে খাগড়াছড়ির জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেছেন।