অর্থ আত্মসাৎ
অর্থ আত্মসাৎ

চট্টগ্রাম জেলা পরিষদ

ইজারার টাকা তুলে জমা করতেন না সার্ভেয়ার, ৯৭ লাখ টাকা আত্মসাৎ

ইজারার টাকা সংগ্রহের পর ব্যাংকে জমা রাখার কথা। তা না করে টাকা নিজের কাছেই রাখতেন সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম (৩২)। এভাবে চলছে প্রায় ৯ বছর। এভাবে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন ৯৭ লাখ টাকা। তবে শেষ পর্যন্ত তা আর গোপন থাকেনি। হিসাব পর্যালোচনা করতে গিয়ে ধরা পড়েছে এই অনিয়ম।

এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলা পরিষদে। টাকা আত্মসাতের ঘটনায় নগরের কোতোয়ালি থানায় আজ বুধবার অভিযোগ দিয়েছেন জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ।

অভিযোগে উল্লেখ করা হয়, চার বছর খণ্ডকালীন চাকরি করার পর ২০১৫ সালের ২ নভেম্বর চাকরি স্থায়ী হয় ইমতেয়াজ নাঈমের। চাকরি করার সময় জেলা পরিষদের মালিকানাধীন জমির খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন তিনি। এই সময়ে তিনি ২৫টি জমা রশিদ বই–সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায়ের পর জেলা পরিষদের সোনালী ব্যাংক লিমিটেডের হিসাবে জমা করার বিধান রয়েছে। কিন্তু ইমতেয়াজ নাঈম ৯৭ লাখ ৩৮ হাজার টাকা জমা দেননি। এই টাকা আত্মসাৎ করেছেন।

এই ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ইমতেয়াজ নাঈম মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ প্রথম আলোকে বলেন, ইমতেয়াজ নাঈম জেলা পরিষদের জমি ইজারার টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি টাকা ব্যাংকে জমা দেননি। বিষয়টি গত মঙ্গলবার তাঁদের নজরে এসেছে। এ জন্য কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।