ঘাস কেটে সাইকেলে বাড়িতে যাচ্ছেন এক কৃষক। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বউবাজার এলাকায়
ঘাস কেটে সাইকেলে বাড়িতে যাচ্ছেন এক কৃষক। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বউবাজার এলাকায়

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত স্বাভাবিক, বিকেলে স্থানীয়দের সঙ্গে বিজিবির মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জের সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তে কাজ করতে যাওয়া কৃষকদের দেখা গেছে।

আজ সকালে চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী স্থান কালীগঞ্জ মৌজায় টমেটো ও ধনেচাষি মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক দিন থেকে তিনি জমিতে নিয়মিতই যাচ্ছেন। আজ সকালেও গেছেন। পাশের জমিতে বর্গাচাষি মজিবুর রহমান ও অন্যদের কাজ করতে দেখেছেন। সীমান্তের পরিস্থিতি ভালো হয়েছে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম, মো. বাদশা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল হাকিমের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তে এখন স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। দুই দেশের সীমান্ত এলাকায় কৃষকদের কাজ করতে দেখা গেছে। কৃষকদের পেছনে এপারে বিজিবি ও ওপারে বিএসএফ টহল দিচ্ছে। তবে গতকাল বুধবার বিকেলে সীমান্ত থেকে দূরে বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ মোড়ে স্থানীয় লোকজন ভারতীয়দের হামলা ও ফসলের ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

সীমান্ত পরিস্থিতি বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে সীমান্তের ১৫০ গজের মধ্যে জমিতে কাজ করার জন্য কৃষক ছাড়া কেউ যেতে পারবেন না মর্মে সমঝোতা হয়েছে। কয়েক দিন থেকে এ পরিস্থিতি ঠিক রাখা হয়েছে। এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আজ বিকেলে বাখেরআলী বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

গত শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। ওই দিন দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। দুই দেশের মানুষের পায়ের চাপায় ওই এলাকায় অন্তত সাত বিঘা জমির ফসলের ক্ষতি হয়।