হত্যা
হত্যা

মানিকগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল কৃষকের

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোজাফ্ফর আলী (৫৫)। তিনি বৈলতলা গ্রামের হেকমত আলীর ছেলে।

ঘিওর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বৈলতলা গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আবদুর রহমানের সঙ্গে মোজাফ্ফরের বিরোধ চলে আসছিল। আজ শনিবার বেলা দুইটার দিকে রহমান বসতবাড়ির সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফ্‌ফর বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রহমান কাঠের টুকরা (বাটাম) দিয়ে মোজাফ্‌ফরের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোজাফ্‌ফর মারা যান।

এ ঘটনার পর পরিবারের সদস্যসহ আবদুর রহমান পালিয়ে গেছেন। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।