
সাতক্ষীরায় তালা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩৪ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। যাত্রীদের ২৭ জন সাংবাদিক, ৭ জন বিজিবির সদস্য। সাংবাদিকেরা স্বরাষ্ট্র উপদেষ্টার একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ শেষে ঢাকায় ফিরছিলেন।
আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাটির মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন জানিয়েছেন, বাস উল্টে যাওয়ায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদ ও বয়েসিং খালের সংযোগস্থলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে ভাসমান বিওপির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ অনুষ্ঠানের সংবাদ পরিবেশনের জন্য গত শুক্রবার বিজিবির তত্ত্বাবধানে ঢাকা থেকে সাংবাদিকদের নেওয়া হয়েছিল। রাতে তাঁরা একটি স্থানীয় রিসোর্টে ছিলেন।
বিজিপি ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে আগত সাংবাদিকেরা ভাসমান বিওপির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। সংবাদ পরিবেশন শেষে তাঁরা আজ বিজিবির একটি বাসে করে রাজধানীতে ফিরছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল ছিল। পথে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাটির মোড়ে সিমেন্ট বহনকারী একটি কাভার্ড ভ্যান সাংবাদিকদের বহনকারী বাসটিকে পেছনে ধাক্কা দিলে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করে সাতক্ষীরা সদরের তালতলায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত আটটার সময় সাংবাদিকেরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে অবস্থা করছিলেন।
রাত আটটার দিকে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আবদুল্লাহ আল মাসুম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাত্রীবাহী বাসটিতে থাকা ২৭ জন সাংবাদিকসহ সবাই সুস্থ রয়েছেন। তাঁরা ৩০-৪০ মিনিটের মধ্যে অন্য একটি বাসে করে ঢাকায় রওনা হবেন।