সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ওমানে উটের ধাক্কায় গাড়ি উল্টে বাংলাদেশি এক পরিবারের তিন সদস্য নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের স্বজন ও উপজেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

নিহতরা হলেন— ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস বেগম, তাঁর ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান ও জামাতা মুহাম্মদ দিদারুল আলম।

প্রবাসী শফিউল আলমের সঙ্গে ওমানে যৌথভাবে ব্যবসা করেন ফটিকছড়ির বাসিন্দা মুহাম্মদ পারভেজ। তিনি জানান, শফিউল আলমের পরিবার দীর্ঘদিন ধরেই ওমানে বসবাস করে আসছে। গতকাল পরিবারের সদস্যরা সালালাহ এলাকায় মাজার জিয়ারতের উদ্দেশে একটি গাড়ি নিয়ে বের হয়েছিলেন। ফেরার পথে একটি উটের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে দুমড়েমুচড়ে যায়।

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘শফিউল আলমের ভাই জানে আলম জানিয়েছেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক নারী ও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জেনে নিহত ব্যক্তিদের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।’

সংশোধনী: প্রতিবেদনটিতে উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বরাতে চারজনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। তবে পরে তিনি মুঠোফোনে জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন তিনজন মারা গেছেন। তথ্যগত ভুল থাকায় ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে শিরোনামসহ প্রতিবেদনটি সংশোধন করা হলো।