হাতকড়া
হাতকড়া

রাজশাহীতে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ

রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম সাগর সাহা (৩০)। তিনি নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তাঁর শাস্তির দাবিতে আজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সাগর সাহা প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। গতকাল সন্ধ্যায় মসজিদের সামনে তিনি আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চ স্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। কল পেয়ে রাজপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাগরকে আটক করে। ঘটনার পর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সাগরের শাস্তি নিশ্চিতে আজ বেলা সাড়ে বারোটার দিকে নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। পরে মিছিলটি নগরের সিএনজি মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে যায়।