রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর কবরে বিজিবির শ্রদ্ধা। আজ বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার চৌধুরীপাড়া এলাকায়
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর কবরে বিজিবির শ্রদ্ধা। আজ বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার চৌধুরীপাড়া এলাকায়

মাহেরীন চৌধুরীর প্রতি বিজিবির শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিজিবি। আজ শনিবার বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিজিবির কর্মকর্তা, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর ও বর্ডার গার্ড উচ্চবিদ্যালয় ঠাকুরগাঁওয়ের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় স্যালুট প্রদান, এক মিনিট নীরবতা পালন ও প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শ্রদ্ধা জানানোর পর ফাহিবা নওশিন নামের এক শিক্ষার্থী বলল, ‘আমাদের গর্বিত করেছেন প্রয়াত শিক্ষক মাহেরীন চৌধুরী। দুর্ঘটনার সময় তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে শিশুশিক্ষার্থীদের উদ্ধার করেছেন। তাঁর এই সাহসিকতা ও দূরদর্শিতার দৃষ্টান্ত আমরা মনে রাখব।’

আরেক শিক্ষার্থী আসিফ মাহমুদ বলল, নিজের জীবন বিপন্ন করে মাহেরীন চৌধুরী যে বীরত্ব দেখিয়েছেন, তাঁকে অবশ্যই সবার সম্মান জানানো প্রয়োজন।

ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, মাহেরীন চৌধুরীর এই মহান আত্মত্যাগ, মানবিকতা, সাহসিকতা পুরা জাতিকে অনুপ্রাণিত করেছে।

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে গত ২১ জুলাই রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহেরীন চৌধুরী। পরদিন বিকেলে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।