জাহাজ থেকে ছিটকে কর্ণফুলী নদীতে পড়ে দুই নাবিকের মৃত্যু হয়
জাহাজ থেকে ছিটকে কর্ণফুলী নদীতে পড়ে দুই নাবিকের মৃত্যু হয়

কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ থেকে ছিটকে পড়ে দুই নাবিকের মৃত্যু

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ (ফিশিং ভেসেল) থেকে পড়ে দুই নাবিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তাঁরা দুজনই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

নৌ পুলিশ জানায়, এফভি সুরভি ১ ও এফভি সিহার্ট ১ নামের দুটি জাহাজের কর্মচারী তাঁরা। সোমবার রাতে জাহাজ দুটির মধ্যে একটি উপকূলে ছিল, অন্যটি ছিল নদীতে। তীরে থাকা জাহাজটিকে আরেকটি জাহাজের সাহায্যে টেনে নামানো হচ্ছিল। তখন হঠাৎ রশি ছিঁড়ে যায়। এরপর জাহাজের দুই নাবিক পানিতে পড়ে যান।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন প্রথম আলোকে বলেন, একটি ফিশিং ভেসেল আরেক ভেসেলকে টেনে নদীতে নামাচ্ছিল। রশি ছিঁড়ে গেলে দুই নাবিক পা পিছলে নদীতে পড়ে যান। এতে দুজনের মৃত্যু হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।