সুনামগঞ্জের ধর্মপাশা আট মাদ্রাসার নবীন ১৯ জন কোরআনের হাফেজকে ক্রেস্ট প্রদান করা হয়। আজ শনিবার সকালে
সুনামগঞ্জের ধর্মপাশা আট মাদ্রাসার নবীন ১৯ জন কোরআনের হাফেজকে ক্রেস্ট প্রদান করা হয়। আজ শনিবার সকালে

সুনামগঞ্জে ১৯ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আট মাদ্রাসার নবীন ১৯ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনটির সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। ১৯ জন হাফেজের প্রত্যেককে ক্রেস্ট ও পোশাক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বের সব মুসলমানের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবর্ধনা পাওয়া এক হাফেজ বলেন, ‘আমাদেরকে সম্মানিত করায় আমরা আনন্দিত ও গর্বিত। আমরা এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি জানাই।’ একজন অভিভাবক বলেন, ‘আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় আমাদেরকে এই অনুষ্ঠানে এনে সম্মানিত করা হয়েছে। আমরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।’

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈম বলেন, পবিত্র কোরআনের হাফেজদের মহান আল্লাহপাক আখিরাতে বিশেষভাবে সম্মানিত করবেন। নবীন হাফেজদের সম্মানার্থে এ ধরনের অনুষ্ঠান সারা দেশে ছড়িয়ে পড়ুক।

ইউএনও বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে আমি জীবনে এই প্রথমবারের মতো অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। আয়োজনটি খুবই সুন্দর হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মিল হক তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা, জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মুফতি যোবায়ের আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য মুফতি মোবারক হোসেন ও মাওলানা মাহমুদুল হাসান।