
মোটরসাইকেলে করে তিন বন্ধু খেজুরের রস খেতে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাড়িচাপায় তাঁরা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন, উপজেলার পোনা গ্রামের বিষ্ণু দাসের ছেলে দীপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, কাশিয়ানীর পোনা গ্রাম থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন তরুণ। ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দীপু ও বিশাল মারা যান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। যে গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে, সেই গাড়ি ও গাড়িচালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।