Thank you for trying Sticky AMP!!

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসীন বাহার দায়িত্ব নেবেন সোমবার

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন তাহসীন বাহার। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই শপথ অনুষ্ঠান হয়। তবে তাহসীন বাহার ৮ এপ্রিল (সোমবার) মেয়রের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদী।

নগর ভবন সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হয়। উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার। তিনি টানা দুইবারের মেয়র মনিরুল হককে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। প্রায় এক যুগ আগে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এবারই প্রথম কোনো নারী মেয়র পদে বসতে যাচ্ছেন।

Also Read: জনগণের সেবার মাধ্যমে ভবিষ্যতের ভোট নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য বাবা আ ক ম বাহাউদ্দীনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরবাসীর জন্য কাজ করতে চান নতুন মেয়র তাহসীন বাহার। শপথ নেওয়ার পর তিনি প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা নগরীকে পরিকল্পিতভাবে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলব। সেই লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করব। আজ থেকে ৪০ বছর আগে আমার বাবা কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান হন। সেটি এখন সিটি করপোরেশন। বাবা টানা দুইবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০০৮ সাল থেকে টানা চারবারের এমপি। ওনার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুমিল্লাকে ঢেলে সাজাব।’

উল্লেখ্য, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচনে মেয়র পদে জয়ী হন বিএনপির মো. মনিরুল হক। ২০২২ সালের ১৫ জুন মেয়র পদে জয়ী হন বাহাউদ্দীনের অনুসারী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক। গত বছরের ১৩ ডিসেম্বর আরফানুল হক রিফাত মারা যান। মেয়রের শূন্য পদে ৯ মার্চ ভোট হয়।

Also Read: কুমিল্লা সিটি উপনির্বাচনে তাহসীন বাহারের জয়

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহসীন বাহার কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা। এবারের নির্বাচনে তাঁকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ‘নগরকন্যা’ উপাধি দেন। তাঁর বাবা বিলুপ্ত কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।