
প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে আট লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার পর নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতা ফাঁদে ধরা পড়েছেন কথিত এক জিনের বাদশাহ। গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে আজ মঙ্গলবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম শহীদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০)। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনারবাড়ির বাসিন্দা। আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তিনি জিনের বাদশাহ সেজে এক নারীর কাছ থেকে ৮ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম ঝাড়ফুঁক ও কবিরাজির কারসাজির মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ওই নারীর কাছ থেকে এসব টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে ওই নারী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তা চান। গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে প্রতারক শহীদুল ইসলামকে আটকের ফাঁদ পাতে। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যায় শহীদুল ডিবির পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়েন। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতারণার স্বীকার গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে কথিত জিনের বাদশাহ শহীদুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জিনের বাদশাহ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি প্রতারণার বিষয়টি স্বীকারও করেছেন। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। ওই মামলায় আজ মঙ্গলবার দুপুরে শহীদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।