দর্শনায় কেরু চত্বরে দুই দিন পর আবারও বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড চত্বরে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুর কাছে সতর্ক পাহারায় পুলিশ। শনিবার সকালে
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চত্বরে আবারও বোমাসদৃশ বস্তু দেখা গেছে। স্থানীয় লোকজন বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকালের মধ্যে কে বা কারা কেরুজ এলাকায় কালো রঙের টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি (কৌটা) ফেলে রেখে গেছে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবরে পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের এক কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে রাজশাহীর র‍্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়। ওই ইউনিট পৌঁছানোর আগপর্যন্ত পুলিশ সতর্ক পাহারায় আছে।

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড চত্বরে কালো টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু। শনিবার সকালে

দর্শনা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত বৃহস্পতিবার কেরু চত্বরে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ কৌটা পড়ে থাকতে দেখা যায়। ওই দিন রাত আটটার দিকে রাজশাহী থেকে র‍্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট দর্শনায় এসে তা নিষ্ক্রিয় করে।

সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার কেরু চত্বরে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি ছিল ককটেল। আজ প্রায় কাছাকাছি স্থানে পড়ে থাকা কালো টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটিও ককটেল বলে ধারণা করা হচ্ছে। জেলায় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট না থাকায় রাজশাহী র‍্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।