
ফরিদপুরের মধুখালী উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে এক বখাটে যুবক ও তাঁর সহযোগীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ফারদিন মোল্লা (২৫) উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। ওই ছাত্রীর বাবাকে মারধরের প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার লোকজন আজ দুপুরে বাগাট বাজারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করেন। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা আজ মধুখালী থানায় ফারদিনসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে ফারদিন। এতে রাজি না হওয়ায় গতকাল বুধবার স্কুল থেকে যাওয়ার পথে মেয়ের পথ আটকে কুপ্রস্তাব দেয় সে। বিষয়টি জেনে প্রতিবাদ করে ওই ছেলেকে এসব থেকে বিরত থাকতে বলি। এতে ছেলেটি তার কয়েকজন সহযোগীকে নিয়ে বাগাট বাজার এলাকায় আজ আমাকে মারধর করেছে।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বখাটে যুবক আমার স্কুলের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি তাঁর অভিভাবককে আমরা জানিয়েছি। কিন্তু গতকাল বুধবার স্কুলে এসে ওই ছেলে আমাদের দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে আজ বেলা ১১টার দিকে বাগাট বাজারে মেয়েটির বাবাকে মারধর করার বিষয়টি আমরা জানতে পারি। আমরা ওই বখাটে তরুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ওই স্কুলছাত্রী উত্ত্যক্ত এবং তাঁর বাবাকে মারধরের অভিযোগের বিষয়ে ফারদিন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে ফারদিনের বাবা বাগাট বাজারের ব্যবসায়ী তোফায়েল মোল্লা বলেন, ফারদিন কোনো শিক্ষার্থীর বাবাকে মারধর করেছে কি না, তা তিনি জানেন না।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, এ ঘটনায় তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। ফারদিনকে গ্রেপ্তার করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।