
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাসন থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে ওই ঘটনায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাত আবদুল্লাহর কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায়। এ ঘটনায় পরদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি আল আমিন খন্দকার বাদী হয়ে ১০০ জনকে আসামি করে বাসন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।
হামলার পরপর ওই এলাকায় ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ৬০ জনকে গ্রেপ্তারর করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।