ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি জেলার মানচিত্র
ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠিতে বিদ্যুতের লাইনে কাজ করার সময় খুঁটি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে পৌর এলাকার পূর্ব চাঁদকাঠি রূপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জামাল হোসেন (৩৫) বরগুনার হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা।

নিহত জামালের চাচাতো ভাই ইলিয়াস মোল্লা বলেন, জামাল হোসেন দুই বছর ধরে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে বিদ্যুতের লাইন টানার কাজ করতেন। আজ সকালে রূপনগর এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় পা পিছলে কোমরে থাকা সুরক্ষা বেল্টে ঝুলে যান তিনি। এরপর বেল্ট ছিঁড়ে প্রায় ৪০ ফুট ওপর থেকে সড়কে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় জামালকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।