
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশমাতা ফাউন্ডেশন। আজ শুক্রবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে সুবর্ণচরের খাসেরহাট রাস্তার মাথা এলাকার একটি বাগানবাড়িতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া আনুষ্ঠানিকভাবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আবু সায়েমের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপির নেতা মো. ওমর ফারুক খানসহ সুবর্ণচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।
উল্লেখ্য, দেশমাতা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার জেলার সদর ও সুবর্ণচর উপজেলার শীতার্ত মানুষের মধ্যে ৩ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হচ্ছে। প্রথম দফায় কম্বল বিতরণ করা হয় গত সোমবার নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা এলাকায়।