
পূর্বশত্রুতার জেরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামির একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া আসামিরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের এখলাছ মাতব্বরের ছেলে পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩১) এবং একই এলাকার শহিদ ব্যাপারীর ছেলে আলীম হোসেন (৪১)। তাঁদের মধ্যে পারভেজকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আলীমকে যাবজ্জীবন ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে পারভেজ ও আলীমের বিরোধ চলে আসছিল। মাচাইন বাজারে বিল্লালের দরজির দোকান রয়েছে। ২০১৬ সালের ২ নভেম্বর রাতে তিনি দোকান থেকে বাড়ির উদ্দেশে বের হন। পথে ধারালো অস্ত্র দিয়ে বিল্লালকে কুপিয়ে হত্যা করেন পারভেজ ও আলীম। এ ঘটনায় পরদিন নিহত বিল্লালের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে পারভেজ, আলীম, এক শিশুসহ চারজনকে আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা হরিরামপুর থানার তৎকালীন উপপরিদর্শক আশীষ কুমার স্যানাল মামলাটি তদন্ত করেন। এরপর ২০১৭ সালের ১৫ মার্চ আসামি পারভেজ ও আলীমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর শিশুটি গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছে। এ মামলার বিচারকালে ২২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বুলবুল আহমেদ। এ ছাড়া আসামিপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন আইনজীবী মো. আজিজ উল্লাহ ও আবদুর রাজ্জাক।