Thank you for trying Sticky AMP!!

সমাবেশস্থলে পুলিশের শর্ত অনুযায়ী দুইটার মধ্যে প্রবেশের কথা থাকলেও সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা মাঠ ভরিয়ে ফেলেন

মুঠোফোনের নেটওয়ার্ক দুর্বল, ইন্টারনেট নেই

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে আজ বেলা ১১টা থেকে। এই সমাবেশ ঘিরে রাজশাহীতে মুঠোফোনের ইন্টারনেট নেই। কথা বলার মাধ্যম মোবাইল নেটওয়ার্কও ভালোভাবে কাজ করছে না। এ ছাড়া সমাবেশস্থলে নেই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও।

বিএনপির এই সমাবেশের ক্ষেত্রে পুলিশ আটটি শর্ত দিয়েছিল। এর মধ্যে ছিল সমাবেশস্থলে বিএনপি ব্রডব্যান্ড, রাউটার ব্যবহার করতে পারবে না। তবে বিএনপি সমাবেশ মঞ্চের বাম পাশে সাংবাদিকদের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করে। এটি বর্তমানে কাজ করছে না। এর ফলে সাংবাদিকেরা ঘটনাস্থল থেকে সংবাদ সরবরাহ করতে পারছেন না।

Also Read: রাজশাহীতে নির্ধারিত সময়ের আগেই বিএনপির সমাবেশ শুরু

সমাবেশস্থলের কয়েকজন বিএনপিকর্মী বলেন, এই সমাবেশের চিত্র দেশবাসীকে জানাতে দিতে চায় না সরকার। এ কারণে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে।

এদিকে মুঠোফোন ইন্টারনেট সংযোগ না থাকায় রাজশাহী শহরের মানুষ সমস্যায় পড়েছেন। রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকার কলেজশিক্ষার্থী রুদ্র সাহা বলেন, তিনি সকাল ১০টার পর থেকে মুঠোফোনে ইন্টারনেট চালাতে পারছেন না।

এদিকে সমাবেশস্থলে পুলিশের শর্ত অনুযায়ী দুইটার মধ্যে প্রবেশের কথা থাকলেও সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা মাঠ ভরিয়ে ফেলেন। দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থল ছাড়িয়ে মাঠের চারপাশে মানুষ দাঁড়াতে শুরু করে। বেলা ১১টার পর থেকে মঞ্চে স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। বেলা দুইটার দিকে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উঠবেন।

Also Read: রাজশাহীর সমাবেশ ৩ ঘণ্টার, অবস্থান ও দুর্ভোগ ৩ দিনের