নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রয়কর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেলা প্রাঙ্গণের একটি ব্লেজার বিক্রয়কারী স্টল ও একটি ক্রোকারিজ বিক্রয়কারী স্টলের বিক্রয়কর্মীদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ব্যবসায়ীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম প্রথম আলোকে বলেন, দুদিন আগে বিএম কালেকশন নামের একটি ক্রোকারিজ বিক্রয়কারী স্টল থেকে আশিক ফ্যাশন নামের একটি ব্লেজার বিক্রয়কারী স্টলের বিক্রয়কর্মীরা একটি বসার টুল নিয়েছিলেন। সকালে বিএম কালেকশনের একজন বিক্রয়কর্মী সেই টুল ফেরত নিতে যান। তখন আশিক ফ্যাশনের বিক্রয়কর্মীরা জানান, টুলটি আগেই তাঁদের ফেরত দেওয়া হয়েছে। বিএম কালেকশনের বিক্রয়কর্মীরা বিষয়টি অস্বীকার করলে দুই পক্ষের বিক্রয়কর্মীদের মধ্যে প্রথমে হাতাহাতি পরে চেয়ার ছোড়াছুড়ি হয়। এ সময় অন্তত তিনজন বিক্রয়কর্মী আহত হন। মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হলে বিক্রয়কর্মীদের কয়েকজন পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান। পরে দোকানমালিক ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, মেলায় হাতাহাতি শুরু হলে ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট মেলার একটি অংশে হট্টগোল চলমান ছিল। পরে উভয় পক্ষের দুজনকে মেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উভয় পক্ষ নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝি হয়েছে বলে ঘটনার মীমাংসা করে নেন। এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দিতে রাজি হয়নি।