চট্টগ্রামের জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মো. রিয়াদুল হক (২২)। গতকাল রোববার বিকেল চারটার দিকে কর্ণফুলী নদীর ইছানগর–সংলগ্ন রি-রিসোর্স ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিক রিয়াদুল হক কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মো. হেলালের ছেলে। তিনি রি-রিসোর্স গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ কাজ করছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজ সোমবার দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ ওই শ্রমিককে এখন পর্যন্ত পাওয়া যায়নি। উদ্ধারকাজ অব্যাহত আছে।’