
পঞ্চগড়ের আটোয়ারীতে খালের পানি সেচে মাছ ধরার সময় কাদার মধ্যে একটি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে। এটি বিস্ফোরক বস্তু বলে ধারণা করছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকায় ফকিরগঞ্জ-তোড়িয়া বড় সিঙ্গিয়া সেতুর নিচের খালে বস্তুটি পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আটোয়ারী থানা-পুলিশ এটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তোড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল কুমার দেব বলেন, দুপুরে বড় সিঙ্গিয়া সেতুর নিচের খালে স্থানীয় কয়েকজন পানি সেচে মাছ ধরছিলেন। এ সময় কাদার মধ্যে প্রায় গোলাকার একটি ভারী বস্তু পান তাঁরা। এ খবর ছড়িয়ে পড়লে বস্তুটি দেখতে লোকজন ভিড় করতে শুরু করেন। পরে খবর দেওয়া হলে আটোয়ারী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া বস্তুটিকে দেখে বিস্ফোরক বস্তু বলে মনে হচ্ছে। তবে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় মরিচা ধরে গায়ের কোনো লেখা বোঝা যাচ্ছে না। এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বস্তুটিকে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।