
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে রান্না করা পাখির মাংস বিক্রি করায় দুটি রেস্তোরাঁর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযানে রান্না করা পাখির মাংসের পাশাপাশি রেফ্রিজারেটর ও পলিথিনে সংরক্ষিত জবাই করা নানা প্রজাতির অসংখ্য পাখিও জব্দ করা হয়। পাখির মাংস বিক্রি করায় অভিযানে তানভীর রেস্টুরেন্ট ও চুয়াডাঙ্গা রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই হরিপুর এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁয় দেশি-বিদেশি নানা প্রজাতির পাখির মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে। এ অবস্থায় গতকাল স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে বন বিভাগের কর্মকর্তারা প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। দুটি রেস্তোরাঁর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৯টি রেস্টুরেন্ট থেকে বিভিন্ন প্রজাতির জবাই করা ৭৩টি পাখি জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, পাখি বিক্রি ও হত্যার অপরাধে দুই রেস্তোরাঁর মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সব কটি রেস্তোরাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।