বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত ব্যক্তির নাম আবদুল সালাম (৩৫)। তিনি একই ওই গ্রামের আকবর আলীর ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আবদুল সালাম গতকাল রাতে তাঁর অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ–সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে আবদুল সালামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।