
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ও রোববার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোশাররফ হোসেন, আশরাফ চৌধুরী, আরিফ শওকত, সজীব হাসান, রাহুল দেবনাথ, মোহাম্মদ আলী, মাসুম বিল্লাহ, পল্লব নাথ, মো. সোহাগ, জুনাইদ ইসলাম, শেখ হোসাইন, মো. হানিফ ও সাজ্জাদ হোসাইন। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, রোববার বেলা দুইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল বের করার জন্য জড়ো হন। তাঁরা মিছিলটি শুরু করতে না করতেই পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় দুজনকে। পরে অভিযান চালিয়ে বাকি ৯ জনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের তথ্য প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এদিকে নগরের চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার প্রস্তুতির সময় সোমবার বিকেল পাঁচটার দিকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন হানিফ ও সাজ্জাদ হোসাইন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, চান্দগাঁও এক কিলোমিটার নুরনগর হাউজিং এলাকার মাঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার প্রস্তুতির সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।