সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

আলীকদমে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত

বান্দরবানের আলীকদম উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে আলীকদম-লামা সড়কের তারাবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন আলীকদম উপজেলার নাসির চেয়ারম্যানপাড়া এলাকার মো. মাশুকের ছেলে মো. বেলাল (৩০), বাজারপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. মিনহাজ (১৮) এবং মনু মিস্ত্রির ছেলে মো. ছৈয়দ আমিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে আলীকদম উপজেলা সদরের দিক থেকে আসা বালুবাহী ট্রাকটি লামার দিকে যাচ্ছিল। একই সময় লামার দিক থেকে মোটরসাইকেলে ওই তিন ব্যক্তি আলীকদম উপজেলা সদরের দিকে আসছিলেন। উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে তারাবনিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে বালুবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন ব্যক্তি নিহত হন।

ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক সুশান্ত তঞ্চঙ্গ্যা জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনকে উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।