মুঠোফোনে কথা বলছিলেন, পাশে রাখা স্বর্ণালংকার ও টাকার ব্যাগ উধাও

স্বর্ণালংকার, টাকাসহ গ্রেপ্তার ব্যক্তি
ছবি: পুলিশ থেকে নেওয়া

ভাতিজির বিয়েতে আসার জন্য প্রয়োজনীয় কাপড়চোপড়, স্বর্ণালংকার, টাকাসহ বড় ব্যাগ নিয়ে রওনা হন স্বপ্না রানী ধর। ব্যাগটি নিয়ে নগরের বাকলিয়া গোলচত্বর এলাকায় এলে রাস্তার পাশে রেখে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। আর মুহূর্তেই উধাও হয়ে যায় ব্যাগটি।

১২ লাখ টাকার মালামাল ছিল ব্যাগের ভেতর। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে। এ সময় ব্যাগটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্বপ্না রানী ধর নগরের মুরাদপুরে তাঁর ছোট ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গ্রামের বাড়ি আনোয়ারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাকলিয়া গোলচত্বরে আসেন। সেখান থেকে আরেকটি গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করতে থাকেন। তাঁর সঙ্গে থাকা একটি বড় কাপড়ের ব্যাগ রাস্তার পাশে রাখেন। এ সময় ফোন আসায় মুঠোফোনে কথা বলতে থাকেন স্বপ্না। কিছুক্ষণ পর দেখেন তাঁর ব্যাগটি নেই। ব্যাগ থেকে সোনা, টাকা ও কাপড়চোপড় চুরির ঘটনায় তিনি বাদী হয়ে বাকলিয়া থানায় সোমবার রাতে মামলা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে নুর হোসেন নামের একজনকে বাকলিয়া তুলাতলী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাসা থেকে ওই নারীর ব্যাগের ভেতর থাকা ১ লাখ ৮০ হাজার টাকার দুটি শাঁখা, ১ লাখ ৮০ হাজার টাকার দুটি সোনার বালা, ১ লাখ ১০ হাজার টাকার চুড়ি, সোনার আংটি, ২০ হাজার টাকাসহ ১২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।