Thank you for trying Sticky AMP!!

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়ায় বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বিকল হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ আছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের ইনচার্জ আলী আকবর বলেন, কমিউটার ট্রেনটি টাঙ্গাইল রেলস্টেশন থেকে সকাল ৭টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে করে এই রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে।

টাঙ্গাইল রেলওয়ের স্টেশনমাস্টার তরিকুল ইসলাম বলেন, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে রেল যোগাযোগ বন্ধ আছে। ঢাকা থেকে একটি ইঞ্জিন আনা হচ্ছে। সেটি দিয়ে বিকল হওয়া ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে আনা হবে।

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।