১৯ এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপাচার্য মো. হায়দার আলী। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন নির্দেশনা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৯ এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায়, এ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা তিনটায় এবং ২৫ এপ্রিল বিকেল চারটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী, সহ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক মো. আনোয়ার হোসেন। এ সময় উপাচার্য মো. হায়দার আলী পরীক্ষার্থীদের দেওয়া নির্দেশনাগুলো উল্লেখ করেছেন। এ ছাড়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশের পরীক্ষা অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা চান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই ও কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তবে ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলে হলের এক কোণে রেখে পরীক্ষা দিতে হবে। রোল নম্বর ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না। উত্তরপত্রে দেওয়ার নির্দেশাবলি মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল পরীক্ষা করা হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক পরীক্ষা করবেন। প্রতি পরীক্ষায় হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গত ২ ফেব্রুয়ারি থেকে ভর্তির আবেদন শুরু হয়। প্রথমে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা থাকলেও পরে বর্ধিত সময়সীমা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও) আবেদন করতে পেরেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর ৩০ নম্বর কমিয়ে ১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। এ ক্ষেত্রে পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থী ৬৪ জন। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০টি আসনের বিপরীতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২টি।